ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৪ আগস্ট ২০২৫  
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ আগস্ট) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। তবে লেনদেন হাজার কোটি টাকার কাছকাছি রয়েছে। একই সঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২২টি কোম্পানির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত আছে ৬৮টির।

এ দিন ডিএসইতে মোট ৯১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪২.০৪ পয়েন্ট ১ হাজার ১৩৭ কোটি ৪০ অবস্থান করছে ৯ হাজার ৪৫৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে ৯৬৪.৯৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৫.৪৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়