ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:০৮, ১০ আগস্ট ২০২৫
প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১০ আগস্ট) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

আরো পড়ুন:

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.০৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩১.০৫ পয়েন্ট কমে ২ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।

এদিন ডিএসইতে মোট ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯৬.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২২০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬.৮১ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.০৩ পয়েন্ট কমে ৯৫০.২৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৯১.৯৯ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৮টি কোম্পানির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

‎সিএসইতে ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়