ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী বছরে চালু হচ্ছে বেস্ট হোল্ডিংসেরর হোটেল ‘ম্যারিয়ট’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ১২:১৪, ১৭ আগস্ট ২০২৫
আগামী বছরে চালু হচ্ছে বেস্ট হোল্ডিংসেরর হোটেল ‘ম্যারিয়ট’

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসির অর্থায়নে প্রতিষ্ঠিত দেশের শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহের ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল 'ম্যারিয়ট' আগামী বছরের তৃতীয় প্রান্তিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।

শনিবার (১৬ আগস্ট) ম্যারিয়ট হোটেলের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেস্ট হোল্ডিংস পিএলসির কোম্পানি সচিব মো. আবুল কালাম আজাদ।

তিনি জানান, হোটেলটি মাওনা হবিরবাড়িতে প্রায় ৪.৪৭ একর জমির ওপর তৈরি হচ্ছে এবং এতে ২২৮টি কক্ষ থাকবে। হোটেল অতিথিদের আধুনিক সুবিধা দেবে—উচ্চ-গতির ইন্টারনেট, স্মার্ট ওয়ার্ক স্টেশন, বড় মিটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ, রেস্তোরাঁ, ব্যবসা কেন্দ্র, বিনোদন স্থান, স্পা ও ফিটনেস সুবিধাসহ।

আবুল কালাম আজাদ বলেন, “হোটেলটি শুধু থাকার ব্যবস্থা নয়, শিল্পাঞ্চলগুলোর ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে সহযোগিতা করবে। এক্সপো, বাণিজ্য সম্মেলন ও শিল্পসংশ্লিষ্ট সভার আয়োজনও হোটেলের মাধ্যমে করা হবে। এটি ঢাকার বাইরে শিল্প ও আতিথেয়তা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

হোটেল পরিচালনা করবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যারিয়ট ইন্টারন্যাশনাল। হোটেলের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ বাকি কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কমার্শিয়াল কমপ্লেক্স, শপিংমল, সিনেপ্লেক্স ও ফুডকোর্টের কাজও চলমান। হোটেলের সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৫০০ জনকে কর্মসংস্থান দেওয়া হবে।

এছাড়া, বেস্ট হোল্ডিংসের মালিকানায় ৫৩ একর জমির ওপর নির্মাণাধীন লাক্সারি রিসোর্ট ‘লাক্সারি কালেকশনস এন্ড ভিলাস’-এ ১৪টি স্টুডিও ভিলা, ৪টি প্রেসিডেন্সিয়াল ভিলা, ২টি লাক্সারি বাংলো, ১টি ক্লাব হাউজ, রেস্টিং প্যাভিলিয়ন, রেস্টুরেন্টসহ অত্যাধুনিক সুবিধা থাকবে। রিসোর্টে ৪০০-এর বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এদিকে, বেস্ট হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আইকনএক্স সার্ভিসেস লিমিটেড পরিচালিত দেশের একমাত্র আন্তর্জাতিক বোর্ডিং স্কুল চেইন হেইলিবেরি ভালুকা ২০২৪ সালের আগস্ট সেশনে ক্লাস শুরু করেছে। বর্তমানে ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং পরবর্তী সময়ে ১২তম গ্রেড পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু হবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়