রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণে অগ্রগতি সভা
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই (কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ) খাতে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সারাদেশের শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, সাধারণ ঋণ ও এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মইনউদ্দিন মাসুদ এবং স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ।
এছাড়া, ব্যাংকের সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, সারা দেশের জোনাল ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপকরা সভায় যুক্ত হন।
ঢাকা/ইভা