গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘নো ডিভিডেন্ড’ অনুমোদন
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ এবং অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য গত বুধবার (১৯ আগস্ট) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা লভ্যাংশ না দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরেও লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা। সর্বশেষ সমাপ্ত হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১২.৬২) টাকা। আগের হিসাববছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২১.৭৯ টাকা।
২০২৪ সালে ৩১ ডিসেম্বর গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএষ) দাঁড়িয়েছে (২১.৭৭) টাকা।
ঢাকা/এনটি/রফিক