ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৩ সেপ্টেম্বর ২০২৫  
কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক ভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার দর। 

কোম্পানি তিনটি হলো- শ্যামপুর সুগার মিলস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। 

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ।

বুধবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

এদিকে সোমবার (১ সেপ্টেম্বর) শ্যামপুর সুগার মিলস লিমিটেড ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

ডমিনেজ স্টিলের গত ৭ আগস্ট শেয়ার দর ছিল ১২.৪০ টাকায়। আর ২ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৮.৬০ টাকায়। অর্থাৎ ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬.২০ টাকা বা ৫০ শতাংশ।

শ্যামপুর সুগারের গত ১৭ আগস্ট শেয়ার দর ছিল ১২০.১০ টাকায়। আর ২ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৭২.৭০ টাকায়। ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫২.৬০ টাকা বা ৪৪ শতাংশ।

গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ টাকা। আর ২ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৮.১০ টাকা। কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯.১০ টাকা।

এভাবে কোম্পানি তিনটি শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়