ডিএসইতে উত্থান সিএসইতে পতন, কমেছে লেনদেন
চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩৩টি কোম্পানির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত আছে ৬১টির।
এদিন ডিএসইতে মোট ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, সিএসইেত সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৪৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.০২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৮৮ পয়েন্ট কমে ৯৪৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৬.৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
সিএসইতে ১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক