ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ন্যাশনাল হাউজিংয়ের করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫  
ন্যাশনাল হাউজিংয়ের করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেড পূর্বঘোষণা অনুযায়ী কোম্পানিটির শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। এই করপোরেট উদ্যোক্তা কোম্পানিটির ৮ লাখ শেয়ার বিক্রি করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেডের হাতে ২৫ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ার রয়েছে। এর মধ্যে কোম্পানিটি ৮ লাখ শেয়ার বিক্রি করেছে। ঘোষণা দেওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বর্তমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করা হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেড ৮ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়