ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২৭ অক্টোবর ২০২৫  
১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার, এএমসিএল প্রাণ, রংপুর ফাউন্ড্রি, আইটি কনসালটেন্টস, আমান ফিড, আমান কটন, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, এস্কয়ার নিট, জেএমআই হসপিটাল, বেঙ্গল উইন্ডোসোর, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস ও অ্যাডভেন্ট ফার্মা।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০.৬৬ টাকা।

এএমসিএল প্রাণের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.০১ টাকা।

রংপুর ফাউন্ড্রির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৮৬ টাকা।

আইটি কনসালটেন্টসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৬২ টাকা।

আমান ফিডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২২ টাকা।

আমান কটনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২১ টাকা।

মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৪১ টাকা।

রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২৯ টাকা।

কাশেম ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৪ টাকা।

বিডিকম অনলাইনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৬ টাকা।

এস্কয়ার নিটের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৪ টাকা।

জেএমআই হসপিটালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮৬ টাকা।

বেঙ্গল উইন্ডোসোরের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৫ টাকা।

তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৫ টাকা।

ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২৭) টাকা।

অ্যাডভেন্ট ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে  কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭২ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়