ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত
|| রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা, ২৩ আগস্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে কালো দিবস। পূর্ণ হলো ঢাবির ছাত্র শিক্ষক সেনা নির্যাতনের ৬ বছর। আজ কালো দিবস স্মরণে কালো ব্যাজ ধারণ, ক্লাস স্থগিত ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা।
২০০৭ সালের ২০-২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় খেলার মাঠের গ্যালারিতে এক সেনা সদস্যের বসাকে কেন্দ্র করে ছাত্রদের ওপর নির্যাতনে ঝাঁপিয়ে পড়ে সেনা সদস্যরা।
ঢাবি ছাত্রের গায়ে সেনাবাহিনীর হাত তোলা ও তত্ত্বাবধায়ক সরকারের আড়ালে চলা সেনা শাসনের প্রতিবাদে ওইদিন গর্জে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও দেশের সাধারণ জনতা।
আগস্টের সেই ঘটনার মূল নায়কদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সংসদীয় উপ-কমিটি গঠন করে ঘটনাটির তদন্ত চলছে।
২০০৭ সালের আগস্টের ছাত্র-শিক্ষক নির্যাতনের হৃদয়বিদারক ঘটনা স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় দিনটিকে কালো দিবস আখ্যা দিয়েছে।
রাইজিংবিডি / ইভা / কবীর
রাইজিংবিডি.কম