ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক ফসিউল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক ফসিউল্লাহ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে ফসিউল্লাহ সরকারের একজন অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ১৯ নভেম্বর ব্যানবেইসের পরিচালক পদে যোগদান করেন তিনি। ২০১৮ সালের ৪ জুন তিনি ব্যানবেইসের মহাপরিচালক পদে যোগদান করেন।

মো. ফসিউল্লাহ ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি নবম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এ যোগদান করেন।

বিভিন্ন জেলা ও উপজেলায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মাঠ প্রশাসনে অভিজ্ঞতা অর্জন করেন।

এছাড়া তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নির্বাহী অফিসার এবং ঢাকা সিটি করপোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেন।

ফসিউল্লাহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের একান্ত সচিব এবং একই মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন।

তাছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চীফ এস্টেট অফিসার, প্রধান রাজস্ব কর্মকর্তা এবং আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭-২০১২ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইউনেস্কোর ফোকাল পয়েন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।



ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়