ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ পাবে প্রতিবন্ধীরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ পাবে প্রতিবন্ধীরা

প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

প্রতিবন্ধীদের ক্ষমতায়নের লক্ষ্যে এ প্রকল্প হাতে নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন সংস্থাটি। এতে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসহ (এনডিডি) সব ধরনের প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রকল্পটির প্রচারের লক্ষ্যে রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পেইন করেছে সংস্থাটির খুলনা বিভাগীয় শাখা। বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রতিবন্ধীরা তাদের নিজ নিজ বিভাগে প্রশিক্ষণ নিতে পারবেন। বিভাগের আঞ্চলিক শাখায় ২০ দিনব্যাপী দেয়া হবে এই প্রশিক্ষণ৷ ষষ্ঠ শ্রেণি সম্পন্ন করা এনডিডি প্রতিবন্ধী ও এসএসসি পাশ করা অন্য প্রতিবন্ধীরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ চলাকালে প্রত্যেককে আবাসন ও যাতায়াত বাবদ দিনে ৬ শ’ টাকা দেয়া হবে।

সংস্থাটির বিভাগীয় আঞ্চলিক কার্যালয় ও ওয়েবসাইটে () রেজিষস্ট্রেশনসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে।


ইবি/নাহিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়