ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

কম্বল বিতরণ করবে এনএসইউ

পিআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কম্বল বিতরণ করবে এনএসইউ

নিজস্ব প্রতিবেদক : পৌষ মাস আসার আগেই শীত ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে হাড় কাঁপাতে শুরু করেছে।

 

সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বাড়বে। এই শীতে শীতার্ত মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে নর্থ সাউথ ইউনিভাসির্টি (এনএসইউ) সোস্যাল সার্ভিসেস ক্লাব। প্রতি বছরের মতো এবারো শীতার্ত দরিদ্র মানুষের পাশে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

 

এ উপলক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বুথ বসানো হয়েছিল গত ৩ ডিসেম্বর। ৮ ডিসেম্বর পর্যন্ত চলে কম্বল ও অর্থ সংগ্রহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ফ্যাকাল্টি মেম্বাররা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

 

আগামী ২৩ ডিসেম্বর এনএসইউ জয়পুরহাটে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবে।

 

ক্লাবটির সেক্রেটারি (মিড়িয়া অ্যান্ড পাবলিকেশন) মাইসা মালিহা খান বলেন, ‘একজন মানুষ হয়ে আরেকজন অসহায় কর্ম-অক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই শীতে অসহায় গরিব বস্ত্রহীন মানুষগুলো অনেক কষ্টে দিন কাটায়। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীতে অনেক কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে মারাও যাচ্ছে। আসুন আমরা যে যা পারি তা দিয়েই এদের পাশে এসে দাঁড়াই।’

 

ক্লবাটির বর্তমান  জেনারেল সেক্রেটারি আসিফ মাহমুদ বলেন, ‘সকলের মিলিত সাহায্যে আমরা শীতার্ত দরিদ্র মানুষেগুলোকে  দিতে পারি একটু উষ্ণতার পরশ। শীত বস্ত্র যেমন কম্বল, জাম্পার চাইলেই তাদেরকে আমরা বিতরণ করতে পারি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/পিআর/এসএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়