ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদন করতে হবে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৩ জুলাই ২০২১  
বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদন করতে হবে

ফাইল ছবি

বাংলাদেশে অবস্থানরত বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।  আবেদনের পরিপ্রেক্ষিতে তারা টিকা পাবেন।

মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থী যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের টিকার জন্য নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে।

১৩ জুলাই থেকে আগামী ২৭ জুলাই পাসপোর্ট, ভিসা, স্টুডেন্ট আইডি দিয়ে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে।

শিক্ষার্থীরা আবেদনের পর তিন কার্যদিবসের মধ্যে সুরক্ষা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

/হাসান/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়