ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থী নুরনবী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২১ মার্চ ২০২৩  
সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থী নুরনবী মারা গেছেন

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণে গুরুতর আহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নুরনবী মারা গেছেন। তার নামাজে জানাজা আগামীকাল বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় নিজ বাড়ি কিশোরগঞ্জে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, আমাদের শিক্ষার্থী নুরনবীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। প্রথম জানাজা আগামীকাল ১০টায় হবে।

নুরনবীর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন সার্জেন্ট জহুরুল হক হলে।

গত ৫ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ওই ভবনের নিচে ছিলেন নুরনবী। ভবনের তিন তলা থেকে ভারী কিছু তার শরীরের ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান এবং ডান পা ভেঙে যায়। এতদিন তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়