ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিকে শিক্ষক নিয়োগে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২২ মার্চ ২০২৩  
প্রাথমিকে শিক্ষক নিয়োগে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ

আলাদাভাবে তিন বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২২ মার্চ) রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগামী ৩০ মার্চ থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল পর্যন্ত। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনও বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ১৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত সর্বোচ্চ বয়স ৩২ বছর।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই তিন বিভাগে আবেদনের শেষ সময় ২৪ মার্চ। এবছর আগের মতো একযোগে সারাদেশে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

ইয়ামিন/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়