ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরাব’র সভাপতি সুমন, সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩  
ইরাব’র সভাপতি সুমন, সম্পাদক ফারুক

কক্সবাজারের একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়

শিক্ষা বিটের প্রতিবেদকদের সরকার নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের চিফ রিপোর্টার ফারুক হোসাইন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়।

নির্বাচিত অন্যরা হলেন— সহ-সভাপতি সেলিনা শিউলি (বাসস), কোষাধ্যক্ষ সোলাইমান সালমান (ডেইলি নিউ এজ), যুগ্ম সম্পাদক পিয়াস সরকার (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের (দৈনিক কালবেলা)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—মীর মোহাম্মদ জসিম ও ইরফান এইচ সায়েম (দ্য ডেইলি ক্যাম্পাস)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসউদুল হক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফ সুজন ও এবিএস ইয়ামিন।

ইয়ামিন/রফিক  

সর্বশেষ

পাঠকপ্রিয়