ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইএইচএসবি আন্তঃস্কুল বিজনেস কার্নিভাল শুরু শুক্রবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৪ নভেম্বর ২০২৪  
আইএইচএসবি আন্তঃস্কুল বিজনেস কার্নিভাল শুরু শুক্রবার

বর্ণিল আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএইচএসবি আন্তঃস্কুল বিজনেস কার্নিভাল। ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে আগামী ১৫-১৭ নভেম্বর শিক্ষার্থীদের এই বিজনেস কার্নিভাল অনুষ্ঠিত হবে।

অকোটেক্স এর সহযোগিতায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের বিজনেস ক্লাব আয়োজন করেছে ব্যবসা এবং উদ্যোগ নিয়ে দ্বিতীয় আইএইচএসবি বিজনেস কার্নিভাল।

এতে অংশগ্রহণ করবে ঢাকার খ্যাতনামা ৫০টি স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী। ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে বিজনেস কার্নিভালের শুভ উদ্বোধন হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং বাংলাদেশে ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক ড্যান পাশা, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ইংল্যান্ডের স্টারলিং এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান তিমোথি ডোনাল্ড ফিশার।

আইএইচএসবি বিজনেস কার্নিভালে শিক্ষার্থীরা অংশ নিবে ব্যবসা এবং উদ্যোগ সংক্রান্ত তিনটি প্রতিযোগিতায়। ‘ফ্রাইডম্যান্স ফেলাসি’ নামক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অর্থনীতি সংশ্লিষ্ট নানা সমস্যার সমাধান করবে। ‘পিচ পারফেক্ট’ নামক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের স্বতন্ত্র ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হতে আগ্রহী হবে। সেরা বিজনেস আইডিয়ার জন্য থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ সৌজন্য উপহার। এছাড়া 'মার্কেটিং ম্যানিয়া' নামক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক দক্ষতার স্বাক্ষর রাখবে।

শুক্র এবং শনিবার থাকছে স্কুলের বাইরের উদ্যোক্তাদের মেলা ও প্রদর্শনী। দেশের শীর্ষস্থানীয় ২০টি ব্যবসায়ী গ্রুপ তাদের পণ্য নিয়ে উপস্থিত থাকবে। এছাড়া এতে থাকবে ব্যবসা সংক্রান্ত পরামর্শ এবং মতামত বিনিময়। প্রদর্শনী ছাড়াও থাকবে কিছু প্রতিযোগিতা।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়