ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম আলো অফিসের আগুন নিয়ন্ত্রণে, তবে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৫:৪১, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম আলো অফিসের আগুন নিয়ন্ত্রণে, তবে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে

জাতীয় দৈনিক প্রথম আলো কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এলেও রাত ৫টা ২০ মিনিটে এ খবর লেখা পর্যন্ত কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। টানা কয়েকঘণ্টার আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যায় প্রথম আলোর কার্যালয়ের ভবনটি।

আরো পড়ুন:

এর আগে জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ঢাকায়। বিক্ষুব্ধ মানুষ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ জনতার একটি অংশ প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালায়। 

প্রথম আলো ও ডেইলি স্টারে আটকেপড়াদের বের করে আনতে গেলে সেখানে ক্ষোভের মুখে পড়েন নিউ এইজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর। তাকে নাজেহাল করা হয়। তবে শেষপর্যন্ত তিনি বের হয়ে আসতে পারেন।

ভোর ৫টা ২০ মিনিটেও প্রথম আলো কার্যালয় থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে কাজ করতে দেখা যায়। ল্যাডার দিয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। এ ছাড়া ক্রেন থেকে পানি ছিটাতে দেখা যায়।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেওয়ার পর কার্যালয়ের ভেতরে আটকেপড়াদের বের করে আনে ফায়ার সার্ভিস। ডেইলি স্টারের ভবনের ছাদে আটকে পড়া অন্তত ৩৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ছিল সেনাবাহিনী ও পুলিশ।

প্রথম আলো ও ডেইলি স্টারের ছাপা পত্রিকা আজ শুক্রবার বের হচ্ছে না বলে জানা গেছে।

ঢাকা/রায়হান/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়