ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাত কলেজ নিয়ে জরুরি সভার ডাক ঢাবি উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:১৪, ২৬ জানুয়ারি ২০২৫
সাত কলেজ নিয়ে জরুরি সভার ডাক ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভায় বসবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এই বৈঠক হওয়ার কথা। 

রবিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পড়ুন- ‘অপমানিত’ হওয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি সভা আগামীকাল (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। 

এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা রবিবার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে তাদের পাঁচটি দাবি মেনে নিতে আল্টিমেটাম দেন। এরপরই উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভা ডাকার কথা জানান ঢাবির জনসংযোগ পরিচালক।

ঢাকা/রায়হান/এনএইচ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়