ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:২০, ১৯ এপ্রিল ২০২৫
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল রবিবার সারা দেশে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (১৯ এপ্রিল)  দুপুর ১২টায় তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল গেটে মানববন্ধন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ‘রাইজ ইন রেড’ ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা অবস্থান করেন । 

এ সময় কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই, নাটকীয় মিটিং এর কারণ কী কারণ কী, এসি রুমের বৈঠক আর নয় আর নয়, পলিটেকনিক এক হও, এক হও নানা স্লোগান দেন তারা। 

সেখানে থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হয়। 

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী বলেন, “ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকারকে বলবো কারিগরি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিয়ে তাদেরকে পড়ার টেবিলে যাওয়ার সুযোগ করে দিন।” 

একই দাবিতে গতকাল শুক্রবার বিকেলে কাফনের কাপড় ও মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।গত বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকার ব্যস্ত সড়কগুলোতে একযোগে তারা নামায় তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত ভোগান্তিতে ছিল পুরো নগরী।

পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে মশাল মিছিল করেন।

ওইদিন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়সমিন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছিলেন। দাবি আদায়ে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারওয়ান বাজার রেলগেইটে রেলপথ ব্লকেডের ঘোষণা দিয়েছিলেন। তবে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক চলা পর্যন্ত সে কর্মসূচিতে শিথিল রেখেছিলেন তারা।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়