ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০৭, ২১ আগস্ট ২০২৫
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি রায়হান হোসেন।

ঢাকার সায়েন্সল্যাব এলাকায় সংঘাতে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষে দুই কলেজের ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

গত  ২১ আগস্ট সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে,  ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।

ওই ঘটনার জেরে আজও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ঠিকানা পরিবহনের একটি বাসেও ভাঙচুর করা হয়। সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।  

আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিটি কলেজ শিক্ষার্থী ফারাবি, আবির পিয়াস ও ঢাকা কলেজ শিক্ষার্থী মুজাহিদ হাসান অন্তর। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষর্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পুলিশ দুপক্ষেকে সরিয়ে দেওয়ায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে যানবাহন চলাচল ‘স্বাভাবিক’ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়