পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্র্যাক স্কুল
|| রাইজিংবিডি.কম
রেজাউল করিম
চট্টগ্রাম, ১৫ জুলাই: কাপ্তাই উপজেলার বালুখালীর গহীন পাহাড়ে দরিদ্র শিশুদের বিনামুল্যে প্রাথমিক শিক্ষা দিচ্ছে ব্র্যাক স্কুল।
সবুজ ঘেরা টিনের তৈরি জীর্ণ স্কুল ঘরে দরিদ্র শিশুদের লেখাপড়ার দৃশ্য আশার আলো জাগায় অরণ্যে।
বালুখালী এলাকাটি সম্প্রতি পরিদর্শন গিয়ে দেখা যায়, ৫ থেকে ৭ কিলোমিটার দুর থেকে শিশুরা প্রাথমিক শিক্ষা নিতে এসেছে ব্রাক পরিচালিত স্কুলটিতে। স্কুলের ঘরটি জীর্ণ হলেও এখানকার শিক্ষাদান পদ্ধতি বেশ দৃষ্টিনন্দন। একজন উপজাতি শিক্ষিকা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পাঠদান করেন। কখনো ক্লাস সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় ১২টায়।
শিক্ষিকা বেবী মারমা জানান, দুর্গম পাহাড়ে নানা প্রতিকুলতা। এর মধ্যেই পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের শিশুদের পাঠদান চলছে স্কুলটিতে। কাপ্তাইয়ের বালুখালিতে যে এলাকায় এ স্কুলটির অবস্থান, সেখান থেকে সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুরত্ব প্রায় ১০ কিলোমিটারেরও বেশি। ফলে দুর্গম পাহাড়ের শিশুরা কখনো ১০ কিলোমিটার দুরে গিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহনের সুযোগ পায় না। তাই পাহাড়ের ভেতরে ব্রাক পরিচালিত স্কুলটিতে প্রাথমিক শিক্ষা নিচ্ছে দরিদ্র্য শিশুরা।
বেবী মারমা আরও জানান, ব্রাক স্কুলে ছাত্রছাত্রীদের সম্পূর্র্ণ বিনামুল্যে পাঠদান করা হয়। বই খাতাসহ যাবতীয় শিক্ষা উপকরণও ফ্রি। পড়া লেখার পাশাপাশি শিশুদের নাচ, গান, হাতের কাজ, খেলাধুলা ইত্যাদি বিষয়েও পারদর্শী করে গড়ে তোলার চেষ্টা রয়েছে এখানে।
বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় অর্ধশত। যারা দুর দুরান্ত থেকে পায়ে হেঁটে পাঠ নিতে আসে এখানে। রয়েছে প্রতিবন্ধি শিক্ষার্থীও। স্কুলের ক্ষুদে শিক্ষার্থী আবদুল কইয়ুম, মেহদী হাসান, রূপক, জেসমিন, শারমিন, হাবিবুল্লাহ, কলি, জেনিসহ আরও অনেকে জানান, স্কুল থেকেই তাদের সবধরনের সুযোগ সুবিধা দেয়া হয়।
বেবী মারমা জানান, এই স্কুল থেকে ৫ শ্রেণী পর্যন্ত পাঠদানের পর তারা মাধ্যমিক স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
অভিভাবক মোহাম্মদ হারুন, নুরুল আলম জানান, দুর্গম পাহাড়ে এই ব্রাক স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ায় তাদের সন্তানেরা প্রাথমিক শিক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে। এতে তারা ভীষণ খুশি। তবে তারা স্কলটির আরও আধুনিকায়ন দাবী করেন।
রাইজিংবিডি / কেএস
রাইজিংবিডি.কম