RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

সেন্সর পেরোল শাকিব-বুবলি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০২, ১ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্সর পেরোল শাকিব-বুবলি

শাকিব-বুবলি

রাহাত সাইফুল : ঢাকাই চলচ্চিত্রে প্রতি বছর ঈদে বিগ বাজেটের চলচ্চিত্র মুক্তি পেয়ে থাকে। এসব সিনেমার অধিকাংশই ঈদের দু-তিনমাস আগে শুটিং শুরু হয়।

 

এরই মধ্যে ঈদে মুক্তি প্রত্যাশি ‘শুটার’ ও ‘রক্ত’ শিরোনামের সিনেমা দুটির ‍শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। খুব শিগগিরই মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলো শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

 

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘শুটার’ সিনেমাটি গতকাল সেন্সর বোর্ডে প্রর্দশিত হয়েছে। সিনেমাটি আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে। এ সিনেমার মাধ্যমে আসছে ঈদের প্রথম সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করল। রাইজিংবিডিকে এসব তথ্য জানান সেন্সর বোর্ড কতৃপক্ষ।

 

এ প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘শুটার সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির গল্পও চমৎকার আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

 

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে বেশ কিছু হল বুকিং দেয়া হয়েছে। এখন ভালো মানের হল দেখে সিনেমাটি  ‍মুক্তি দিব।’

 

‘শুটার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শবনম বুবলি। রাজু চৌধুরী পরিচালিত এতে আরো অভিনয় করেছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।

 
 রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টম্বর ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়