উন্মুক্ত হচ্ছে ‘গার্লফ্রেন্ডের বিয়া’
বিনোদন প্রতিবেদক : তরুণ সুরকার এফ এ প্রীতমের নতুন গান ‘গার্লফ্রেন্ডের বিয়া’। গানটি সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন প্রীতম। গানটির কথা লিখেছেন মিলা। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন।
সম্প্রতি এই গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন আনিকা ও রাসেল। আগামী ১ আগস্ট নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বলে এ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।
এ প্রসঙ্গে নিউ ভিশন বিডির কর্ণধার ফরমান আলী রাইজিংবিডিকে বলেন, ‘‘নিউ ভিশন বিডি প্রতিষ্ঠিত জনপ্রিয় শিল্পীদের নিয়ে ইতোমধ্যে কাজ করেছে। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের নিয়েও কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রীতমকে নিয়ে ‘গার্লফ্রেন্ডের বিয়া’ শিরোনামের একটি গান করানো হয়েছে। গানটি ভালো হয়েছে। আশা করছি, দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে।’’
কণ্ঠশিল্পী এফ এ প্রীতম বলেন, ‘আমি সবসময় অন্যের গানে সুর করতেই পছন্দ করি। এ পর্যন্ত চলচ্চিত্রসহ অনেক শিল্পীদের গান করেছি এবং আরো অনেকগুলো কাজ হাতে রয়েছে। প্রায় এক বছর পর আমি গান গাইলাম। গানের কথাগুলো অনেক সুন্দর। আমার বিশ্বাস শ্রোতাদের অনেক ভালো লাগবে। আমি বরবারই ভালো কিছু করার চেষ্টা করি, এবারো চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার। মিউজিক ভিডিওটিও অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি শ্রোতাদের ভিন্ন কিছু উপহার দিতে। আশা করছি, সবার ভালো লাগবে।’
রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম