ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন ফাহিম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন ফাহিম

বিনোদন ডেস্ক: পাঁচ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ফাহিম।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল। এতে যৌথভাবে প্রথম রানার আপ হ‌য়ে‌ছেন মাহা‌দী হাসান ও হা‌নিফ। যৌথভা‌বে দ্বিতীয় রানার আপ হ‌য়ে‌ছেন আহসান রাজ ও হামজা খান চৌধুরী।

চট্টগ্রামের ফটিকছড়ির ছেলে মেহেদী হাসান ফাহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে বিবিএ পড়ছেন তিনি। অনুভূতি প্রকাশ করে ফাহিম বলেন, ‘আসলে বিজয়ী হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি— মানুষ তার স্বপ্নের সমান বড়। আমার স্বপ্ন পূরণ হলো। অনেক কষ্ট করেছি বলে সৃষ্টিকর্তা আমাকে সফলতা দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘দেশকে বিশ্বের দরবারে তুলে ধরা এখন আমার দায়িত্ব। আমার বিশ্বাস, দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারব।’

এ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বুত্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু।

আগামী ২৩ আগস্ট ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হবে ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আসর। এ পর্যন্ত ৭২টি দেশের প্রতিনিধি চূড়ান্ত হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মেহেদী হাসান ফাহিম।


রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়