ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সারাক্ষণ শরীর নিয়ে কটূক্তি শুনতে হয়: স্বস্তিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সারাক্ষণ শরীর নিয়ে কটূক্তি শুনতে হয়: স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি

‘বিতর্ক’ শব্দটি টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির পরম বন্ধু বললেও ভুল হবে না। কারণ পুরো ক্যারিয়ারে নানা সময় নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। এর অন্যতম কারণ তিনি স্বভাবে ঠোঁটকাটা প্রকৃতির।

এদিকে পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী পরমা ব্যানার্জি মন্তব্য করেন—‘গান গাওয়ার জন্য যেমন সুরেলা কণ্ঠের প্রয়োজন, নাচ করার জন্যও তেমনি স্লিম ফিট চেহারা থাকা বাঞ্ছনীয়। থপ থপ করে চর্বিওয়ালা থলথলে বডি হাত নাড়লে সেটা আর যাই হোক খুব কুৎসিত লাগে দেখতে।’ পরমার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ ঝেড়েছেন স্বস্তিকা মুখার্জি।

এ অভিনেত্রী বলেন—‘আমায় নাচলে কদর্য লাগবে বলে আমি নাচব না, আমার মধ্যে গ্রেস নেই তাই আমি নাচব না, আমি মোটা তাই আমি নাচব না, আমার গলায় সুর নেই তাই আমি গাইব না, আমি দেখতে ভালো নই তাই আমি ছবি তুলব না, আমি সাজতে পারি না তাই আমি সাজব না, আমি দেখতে খারাপ তাই ছবি পোস্ট করব না, কিন্তু আমি একজন মহিলা এবং একজন আর্টিস্ট হয়ে অন্য মহিলাদের প্রতি কুৎসিত মন্তব্য নিশ্চয়ই করব, জোর গলায় করব, তাদের চেহারা, গায়ের মাংস, কণ্ঠ, জামাকাপড়, সাজগোজ সবকিছু নিয়ে অশালীনভাবে কথা বলব, কারণ কথা বলার জন্য কোনো অ্যাসথেটিক্সের প্রয়োজন হয় না। জীবনে বাকি সবটায় অ্যাসথেটিক্স দরকার হয়।’

২০২০ সালে দাঁড়িয়ে কোনো নারীর এমন বৈষম্যমূলক আচরণে বিস্ময় প্রকাশ করেছেন স্বস্তিকা। তিনি বলেন, ‘এই সময়ে দাঁড়িয়েও এগুলো হচ্ছে! এই সময়টা গুরুত্বপূর্ণ, যেখানে চারদিকে এত হাহাকার, এতো মৃত্যু, অবসাদ, মানুষ একা আটকে পড়ে আছে, বাবা-মায়ের মৃত্যুর সময়েও পাশে থাকতে পারছে না, নিজেদের ব্যস্ত বা খুশি বা তার চেয়েও বড় কথা উন্মাদ হয়ে যাওয়ার থেকে বাঁচার জন্যে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছে। যার যা খুশি করছে, এত সময় নিয়ে কী করবে না হলে? সেখানে এত বিদ্বেষ কীসের? একে অপরের প্রতি এত রাগ, অপমান কেন? এরা শিল্পী? এমন ছোট কদর্য মন নিয়ে শিল্পী হওয়া যায়? কী লজ্জার!’

স্বস্তিকা ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত মানুষের কটূক্তির শিকার হন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘হাড়গিলে, রোগা, থপথপে মোটা—এমন মন্তব্যের বিরুদ্ধে সারা পৃথিবীর মহিলারা লড়ছেন। এ লড়াইটা যখন সবার, আমারও বটে। আমার চেহারা মোটেও হিরোইনসূলভ নয়। সারাক্ষণ ‘ঝুলে যাওয়া বুক’ আর ‘হাতির মতো পশ্চাৎদেশ’ নিয়ে কটূক্তি শুনতে হয়। আমি আমার ক্রাফট দিয়ে নিজেকে আলাদা করে রাখি। আমি যেটা পারি সেটা আমি এমন পারদর্শীতার সঙ্গে করি যে আমার চেহারা তুচ্ছ হয়ে যায়। যে যেটা পারে সে সেটা মন দিয়ে করুক, যে যেটা পারে না তারাও করুক, আগে মুক্তি পাই সবাই তারপর বাকিটা দেখা যাবে। কেউ কাউকে আক্রমণ করলেই বাদ দিয়ে দেব।’’

বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে স্বস্তিকা বলেন, ‘‘সবাই একটু সোচ্চার হোন, ‘থাক বাদ দাও’ আর ‘যাকগে’ বলার দিন শেষ। দিন এমনিই শেষ!’’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়