ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আপনার ছেলে কী করে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপনার ছেলে কী করে?

‘আপনার ছেলে কী করে?’ নাটকের শুটিংয়ের দৃশ্য

আব্দুল জলিল মিয়া একজন সরকারি কর্মচারী। তার স্বপ্ন ছেলে সরকারি বড় চাকরি করবে। কারণ তার এই ছা-পোষা চাকরিতে সবাইকে স্যার বলে ডাকতে হয়।

ছেলে সরকারি বড় চাকরি করলে তাকেও সবাই স্যার বলে ডাকবে। কিন্তু তার ছেলে আদনান ৫ বছর আগে অনার্স-মাস্টার্স শেষ করে এখনো বেকার। ‘আপনার ছেলে কী করে?’ রাস্তা-ঘাটে কেউ এমন প্রশ্ন করলে লজ্জায় জলিল মিয়ার মাথা নিচু হয়ে যায়।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আপনার ছেলে কী করে?’। স্বরূপ চন্দ্র দে রচিত নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তানজিন তিশা, মাসুম বাশার, সাবেরি আলম, নরেশ ভুঁইয়া, স্বর্নলতা, বৈদ্যনাথ সাহা প্রমুখ।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আপনার ছেলে কী করে? একজন বাবার কাছে এই প্রশ্নটি কখনো আতঙ্কের, কখনো আনন্দের। সন্তানের আর্থসামাজিক অবস্থার উপর বাবার অনুভূতি নির্ভর করে। পরিবার, প্রেম ও সমাজ বাস্তবতার গল্প নিয়ে নির্মাণ করেছি নাটকটি। এই গল্প আপনাকে হাসাবে, মন খারাপ করবে, ভাবাবে।

লকডাউনের আগেই এ নাটকের শুটিং শেষ করেছিলেন পরিচালক। আগামী ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে এটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়