RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১০ ১৪২৭ ||  ০৯ জমাদিউস সানি ১৪৪২

২৬ বছর বয়সেই না ফেরার দেশে ‘রেডি’ অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
২৬ বছর বয়সেই না ফেরার দেশে ‘রেডি’ অভিনেতা

মোহিত বাঘেল

না ফেরার দেশে অভিনেতা মোহিত বাঘেল। তার বয়স হয়েছিল ২৬।

সালমান খানের ‘রেডি’ সিনেমায় অমর চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন মোহিত। ক্যানসারে ভুগছিলেন তিনি। শনিবার সকালে উত্তর প্রদেশের মাথুরায় তার গ্রামের বাড়িতে তিনি মারা যান।

এই অভিনেতার সঙ্গে টিভি শো ‘কমেডি সার্কাস’ ও ‘জবরিয়া জোড়ি’ সিনেমায় লেখক হিসেবে কাজ করেছেন পরিচালক রাজ শান্দিল্য। তিনি বলেন, ‘তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। ছয় মাস যাবৎ দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৫ মে তার সঙ্গে আমার শেষ কথা হয়েছে। ‍তখন ভালো ছিলেন এবং সেরে উঠছিলেন। মা-বাবা ও ভাইয়ের সঙ্গে মাথুরাতে থাকতেন। আমাদের ‍দুজনের পরিচিত এক বন্ধুর মাধ্যমে জানতে পারি, আজ সকালে বাড়িতেই তিনি মারা গেছেন।’

এই নির্মাতা আরো বলেন, ‘তিনি খুব প্রতিভাবনা অভিনেতা ছিলেন। তার কমিক টাইমিং ছিল অসাধারণ। ‘ড্রিম গার্ল’ সিনেমায় তাকে নিতে চেয়েছিলাম কিন্তু ওই সময় ‘মিলান টকিজ’ ও ‘ বান্টি অউর বাবলি টু’ সিনেমায় কাজ করায় এটির জন্য শিডিউল দিতে পারেননি।’

‘একিশ তপো কি সালামি’, ‘গলি গলি চোর হ্যায়’ সিনেমাতেও অভিনয় করেছেন মোহিত বাঘেল।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়