ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজুর অ্যানিমেটেড মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজুর অ্যানিমেটেড মিউজিক ভিডিও

রাজু চাকলাদার

‘কান্নার রঙ’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী রাজু চাকলাদার।

‘অশ্রুর ঢল জমেছে তাই/ সমুদ্রের জল লোনা/ কান্নার রঙে আকাশটা নীল/ তুমি তো জানলে না?’—এমন কথার গানটি রচনা, সুরও করেছেন এই শিল্পী। সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রোকন ইমন।

গানটি নিয়ে নির্মিত হয়েছে অ্যানিমেটেড মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান। ঈদ উপলক্ষে রাজুর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

গান প্রসঙ্গে শিল্পী রাজু চাকলাদার বলেন, ‌‘‘আগে আমি কাভার গান এবং লাইভ স্টেজ শো করেছি। একজন সংগীতশিল্পীর আসল জায়গা কিন্তু স্টেজ। এই স্টেজ শো শিল্পীকে দক্ষ করে, সবদিক থেকে। ‘কান্নার রঙ’ মূলত আমার গাওয়া এবং প্রকাশিত প্রথম কোনো মৌলিক গান।’’

দেখুন:

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়