ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা নিয়ে শাহরিয়ারের মিউজিক

প্রকাশিত: ০৯:৫৮, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা নিয়ে শাহরিয়ারের মিউজিক

করোনা মহামারিতে টালমাটাল বিশ্ব। কোভিড-১৯ নিয়ে এবার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছেন সাজ আহমেদ শাহরিয়ার। এর কাজ করা হয় হলিউডের বিখ্যাত ইন্ট ওয়েস্ট স্টুডিওতে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আগামী গ্র্যামি অ্যাওয়ারর্ডে জমা দেবেন বলে জানান সাজ আহমেদ।

সাজ আহমেদ শাহরিয়ার তার প্রথম অ্যালবাম ‘বাংলা একজোটিকা’ দিয়ে আলোচনায় আসেন। এই অ্যালবামটি বিশ্বের ৪০টি দেশে প্রকাশ করা হয়। অ্যাপল আই টিউনস থেকে এটি প্রকাশ করা হয়। এ অ্যালবামের ‘কত না ভেবেছি আকাশ ছুঁবো’, ‘ঘুম ঘুম রাত’ নামের গান দুটি বেশ জনপ্রিয়।

এর আগে ২০১২ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমার মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়াও ‘মৃত্তিকা মায়া’ সিনেমার গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেন তিনি।


ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়