ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

বলিউডের ‘বিগ বি’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তী সময়ে তার কোভিড-১৯ টেস্ট করা হলে পজিটিভ আসে। 

মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি জানিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল থেকে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবারের সদস্য ও স্টাফদের পরীক্ষা করা হয়েছে, ফলাফলের অপেক্ষায়। গত ১০ দিন যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের পরীক্ষা করান।’

শারীরিক নানা সমস্যায় ভুগছেন অমিতাভ। গত বছর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তী সময়ে অমিতাভ জানান, তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

কিন্তু ৭৭ বছর বয়সেও এখনো নিয়মিত অভিনয় করছেন বলিউডের ‘শাহেনশাহ’। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুলাবো সিতাবো’। করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এটি।

* অমিতাভের জন্য তারকাদের প্রার্থনা

* অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত

* কেমন আছেন ঐশ্বরিয়া

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়