ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাচের ঝলকানি দেখাতে চান ক্যাট (ভিডিও)

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৯ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাচের ঝলকানি দেখাতে চান ক্যাট (ভিডিও)

ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক : ব্যাং ব্যাং ছবির সাফল্যের পর এবার নাচভিত্তিক চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শিলা কি জাওয়ানি, চিকনি চামেলি, কামলির পর সম্প্রতি তু মেরি গানে তার নাচের ঝলকানি দেখিয়ে দর্শকদের মাত করেছেন তিনি।  
 
তিনি নাচকে অনেক ভালোবাসেন এবং নাচের ব্যাপারে তার অনেক আগ্রহ রয়েছে। সেজন্যই নাচের ছবিতে কাজ করতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।


ক্যাটরিনা বলেন, ‘আমি নাচ খুব ভালোবাসি। যদি হলিউডের নাচভিত্তিক ছবি স্টেপ আপ-এর মতো স্ক্রিপ্ট পাই, তাহলে অবশ্যই সে ছবিতে কাজ করব।’ ক্যাটরিনা ব্যাং ব্যাং ছবিতে তার সহ-অভিনেতা ঋত্বিক রোশনের নাচেরও বেশ প্রশংসা করেন।


ব্যাং ব্যাং সিনেমায় ক্যাটরিনাকে নিয়ে সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন তিনি। ক্যাট বলেন, ‘আপনারা আমার ছবি পছন্দ করেন তো দেখবেন, না হলে দেখবেন না। আপনাদের কেউ ছবি দেখার জন্য তো জোর করছে না।’

 

শিলা কি জাওয়ানি গানের ভিডিও লিংক :

 

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৪/মারুফ/শান্ত/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়