দুই ভিডিও গান নিয়ে রাজিব
মারুফ খান || রাইজিংবিডি.কম
রাজিব হোসাইন
বিনোদন প্রতিবেদক : গত ভালোবাসা দিবসে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছিল রাজিব হোসাইনের প্রথম একক অ্যালবাম ‘বলনারে তুই’। শেখ সুমন এমদাদের কথায় রাজিবের সুর, সঙ্গীতায়জন এবং গায়কীতে প্রকাশিত হয় এই অ্যালবাম।
এই অ্যালবামে প্রথমবারের মতো শ্রোতারা রাজিবকে পায় একজন পরিপূর্ন গায়ক হিসেবে। এই অ্যালবামে রাজিবের সাথে দ্বৈতগানে কন্ঠ দিয়েছেন স্বরলিপি ও নাজু। এবার রাজিব এই অ্যালবামের দুই গানের ভিডিও নিয়ে দর্শক শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন।
ঢাকার বিভিন্ন মনোরোম লোকেশনের নির্মিত এই গান দুটি পরিচালনা করছেন এই সময়ের জনপ্রিয় মিউজিক্যাল মুভি নির্মাতা এস এম তুষার। গানদুটির মধ্যে ‘বলনারে তুই’ গানটির মডেল হয়েছেন রাজিব নিজেই। আর ‘দুর অজানায়’ শিরোনামের গানে মডেল হয়েছেন জেরিন এবং জয়।
একসঙ্গে দুই গানের ভিডিও প্রসঙ্গে রাজিব বলেন, ‘বলনারে তুই’ অ্যালবামটি বাজারে ছাড়ার পর শ্রোতারা এর বেশ কয়েকটি গান দারুন পছন্দ করে। যার কারণেই এই দুইটি গান একসঙ্গে ভিডিও করলাম। সামনে আরো যে শ্রোতাপ্রিয় গান আছে সেগুলোরও ভিডিও ছাড়া হবে। শ্রোতাদের কথা চিন্তা করেই আমার এই প্রয়াস।’
রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৫/মারুফ
রাইজিংবিডি.কম