ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দীর্ঘ বিরতির পর মীম

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৯ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দীর্ঘ বিরতির পর মীম

সাবরিন সাকা মীম

বিনোদন প্রতিবেদক : সাবরিন সাকা মীম। খুব পরিচিত একটি মুখ। এক সময় টিভি খুললেই যার মুখ দেখা যেত। ২০০৮ সালে হঠাৎ মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন এ অভিনেত্রী। তার অর্ধ যুগ পর সংবাদ উপস্থাপিকা হিসেবে মিডিয়াতে ফিরেন তিনি।

সংবাদ পাঠিকা হিসেবে তাকে দেখা গেলেও অভিনয়ে দেখা যায়নি মীমকে। সেই দীর্ঘ বিরতি ভেঙে টিভি নাটকের মাধ্যমে সম্প্রতি অভিনয়ে ফিরলেন এ অভিনেত্রী। তবে এ নাটকটিও তার নতুন কোন কাজ নয়।

স্বপ্নের ছায়া শিরোনামের একটি ধারাবাহিকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন মীম। গত ২৫-২৮ ডিসেম্বর পর্যন্ত পুবাইলে শুটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। নাটকটি পরিচালনা করছেন শফিকুল ইসলাম রিপন।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে মীম বলেন, ‘বাধ্য হয়েই এ কাজটি করতে হলো। কারণ এটি নতুন কোন নাটকের কাজ নয়। চার-সাড়ে চার বছর আগে এ নাটকের শুটিং করেছিলাম। তখন ১৩ পর্বের শুটিং শেষ হয়েছিল। এখন ধারাবাহিকটির প্রচার শুরু হতে যাচ্ছে। তাই বাধ্য হয়েই কাজটি করতে হচ্ছে।’

মীম এখন সংবাদ পাঠিকা হিসেবে আরটিভিতে রয়েছেন। বাধ্য হয়ে এ নাটকে কাজ করলেও অভিনয়ে নিয়মিত হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তার। কারণ সময়ের অভাবের কথা জানিয়েছেন এ অভিনেত্রী। নির্মিতব্য এ নাটকটি এটিএন বাংলায় প্রতি সোমবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হচ্ছে।

১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় একক অভিনয়ে চ্যাম্পিয়ন হন মীম। ১৯৯২ সালে নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তবে অভিনয়ের স্বীকৃতি পান ১৯৯৪ সালে মাহবুবুল আলমের প্রযোজনায়আত্মজা নাটকের মাধ্যমে।

এ নাটকে ‘অন্তি’ নামের ছোট্ট মেয়েটির সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হন। আর ছোটবেলাতেই তারকাখ্যাতি লাভ করেন এ অভিনেত্রী। তারপর অনেকটা সময় কেটেছে মিডিয়ার আলো ঝলমলে পরিবেশে।

 


রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৫/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়