ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালোবাসার গল্প নিয়ে ‘টিল দ্য ইন্ড’

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৩ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভালোবাসার গল্প নিয়ে ‘টিল দ্য ইন্ড’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিল দ্য ইন্ড’র দৃশ্য

বিনোদন ডেস্ক : ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিল দ্য ইন্ড’। অ্যাপেল আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন পার্থ পৌলিনিউস ফলিয়া। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন-অ্যাপেল আহমেদ, আফরোজ মেহরেন রিমু।

শর্ট ফিল্মের গল্প প্রসঙ্গে নির্মাতা পার্থ বলেন, ‘ভালোলাগা থেকে ভালোবাসার গল্প। কিন্তু চিরাচরিত ভালোবাসার গল্প এখানে উহ্য। এই গল্পের মূল ভাবনা অ্যাপেল আহমেদ নিজেই।ফিল্ম স্ট্রিট প্রোডাকশনের একঝাক নবাগত তরুণ ফিল্ম মেকার নিয়ে এই শর্ট ফিল্মের নির্মাণ কাজ শুরু করা হয়।’

এ সম্পর্কে মডেল অ্যাপেল আহমেদ বলেন,  ‘ঈদে এটি প্রচার হওয়ার কথা থাকলেও টেকনিক্যাল কিছু সমস্যার কারণে দেরি হয়ে গেছে।  তবে শর্ট ফিল্মের কনসেপ্টটা অসাধারণ। পার্থ ভাই খুব ভালোভাবে এটি পরিচালনা করেছেন। গল্পটা আমি নিজে লিখেছি। বিশেষ করে ইউনিটের সায়েম ভাই, আলফাজ ভাই, সবুজ ভাই, জহিরুল ভাই, তোহা এবং আমার বন্ধু সনেটসহ আরো অনেককে ধন্যবাদ। আশা করি, শর্ট ফিল্মটি সকলের ভালো লাগবে। সম্প্রতি ইউটিউবে ‘টিল দ্য ইন্ড’ ভিডিওটি আপলোডের পর দর্শকদেরও কাছ থেকেও বেশ সাড়া পেয়েছি।’

ফিল্ম স্ট্রিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ শর্ট ফিল্মে একটি গানও রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রাবণ সানী। ক্যামেরায় ছিলেন সায়েম হক।
 

দেখুন : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিল দ্য ইন্ড’


রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৬/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়