ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’

বিনোদন প্রতিবেদক : ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’- জনপ্রিয় এই গানটি লিখেছেন সোমেশ্বর অলি। এতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। এরপর তারা একসঙ্গে বেশকিছু গান করেছেন। এবার ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’ শিরোনামে নতুন গান করেছেন তারা।

সোমেশ্বর অলির কথায় গানটির  সুর ও কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। সঙ্গীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন।গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা ও মন্দিরা চক্রবর্তী। এছাড়া লুৎফর হাসানকেও ভিডিও চিত্রে দেখা যাবে।

গানটি প্রসঙ্গে লুৎফর হাসান জানান, গানটি নিয়ে অনেকদিন থেকেই কাজ করেছেন। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ যখন প্রথম গানটি শোনেন,  গানটি তার ভালো লাগে। গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আজ ৯ মার্চ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’ গানের লিংক-

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৯/রাহাত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়