ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

কত আয় করল ‘কলঙ্ক’?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল ‘কলঙ্ক’?

বিনোদন ডেস্ক: গত ১৭ এপ্রিল ভারতের প্রায় ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম আলোচিত বলিউড সিনেমা ‘কলঙ্ক’।

একঝাঁক তারকা অভিনয়শিল্পী থাকায় সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে বাড়তি উন্মাদনা ছিল। প্রথম দিন এটি আয় করে ২১.৬০ কোটি রুপি। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড এটি। ‘কেসরি’, ‘গলি বয়’, ‘টোটাল ধামাল’-এর মতো সিনেমাকে পেছনে ফেলেছে বলে জানিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার ‘কলঙ্ক’ সিনেমাটি আয় করেছে ১১.৫ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার সিনেমাটি আয় করেছে ১২ কোটি রুপি। চার দিনে যার মোট ৫৬ কোটি রুপি। সিনেমাটির মোট বাজেট ছিল ১৫০ কোটি রুপি।

অন্যদিকে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ আজ রোববার দুপুরে এক টুইটে জানিয়েছেন, সিনেমাটি বুধবার আয় করেছে ২১.৬০ কোটি রুপি, বৃহস্পতিবার ১১.৪৫ কোটি রুপি, শুক্রবার ১১.৬০ কোটি রুপি, শনিবার ৯.৭৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়ায় ৫৪.৪০ কোটি রুপি।

‘কলঙ্ক’ সিনেমাটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স এন্টারটেইনমেন্ট ফিল্মস ও ফক্স স্টার স্টুডিও। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর, কুনাল খেমু প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক বর্মণ।




রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়