ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আব্রাহাম খান জয়ের চারে পা

প্রকাশিত: ০৮:০৩, ২৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আব্রাহাম খান জয়ের চারে পা

শাকিব-অপু দম্পতির পুত্র আব্রাহাম খান জয়। তারকা দম্পতির সন্তান হওয়ায় তাকে নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করামাত্র অসংখ্য লাইক-কমেন্টস করেন অনেকে। দেখতে দেখতে তিন বছর পার করেছে জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর অপুর কোলজুড়ে আসে ফুটফুটে এই পুত্রসন্তান। আজ তার জন্মদিন। জন্মদিনকে ঘিরে অপু বিশ্বাস আগেই কেকের অর্ডার দিয়ে রেখেছিলেন। রাত বারোটা এক মিনিটে নানী ও মায়ের সঙ্গে প্রথম পর্বের কেক কাটে জয়।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘জয় এখন বুঝতে শিখেছে। কেকে কেটে খুব আনন্দ পায়। তাই বারোটা এক মিনিটেই কেক কেটেছি। এছাড়া সন্ধ্যায় স্বল্প পরিসরে আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের নিয়ে রাজধানীর একটি রেস্তরাঁয় কেক কাটা হবে। জয়ের জন্য সবার কাছে আশীর্বাদ চাইছি।’

জয় বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে প্লে-গ্রুপের শিক্ষার্থী। মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায়। স্কুলে সহপাঠীদের সঙ্গে সে মেতে ওঠে খেলাধুলায়। পড়াশোনাতেও সে যথেষ্ট মনোযোগী। এরই মধ্যে স্কুলের সহপাঠী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে সে।

সত্তরটির বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান-অপু বিশ্বাস। দুজনে ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। কিন্তু সবকিছুই গোপন ছিল। ২০১৭ সালের ১০ এপ্রিল দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন, শাকিব খান তার স্বামী। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। যদিও ২০১৮ সালে ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর বিচ্ছেদ হয়ে যায়।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়