Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

‘নিজের জন্য সময় প্রয়োজন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৯, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিজের জন্য সময় প্রয়োজন’

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা প্রভাস। তার বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলি’। এই ফ্র্যাঞ্চাইজির শুটিংয়ের জন্য দীর্ঘ দিন একই সেটে কেটেছে এই অভিনেতার। চাইলেই সেটের বাইরে যেতে পারতেন না প্রভাস।

সবকিছু ছাপিয়ে নিজের জন্যও তো সময় প্রয়োজন। এত ব্যস্ততার মধ্যে কীভাবে নিজের জন্য সময় বের করতেন তা ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন প্রভাস। আদৌ কি নিজের জন্য সময় বের করতে পারতেন? এ প্রসঙ্গে প্রভাস বলেন, ‘‘আগে আমার কখনো এমনটা মনে হয়নি। কিন্তু ‘বাহুবলি-দ্য বিগিনিং’ সিনেমার কাজের সময় মনে হয়েছে—নিজের জন্য সময় প্রয়োজন। কারণ সিনেমার সেটে প্রচুর কাজের প্রেসার ছিল। কাজের চাপ, এক্সসাইটমেন্ট আমাকে ক্লান্ত করে ফেলেছিল।’’

তিনি আরো বলেন, ‘সাধারণত শুটিংয়ের সময় আরএফসির ভেতর টানা দুই মাস অবস্থান করি। এ সময় শুটিং লোকেশনের চারপাশ কিংবা কোনো রেস্তোরাঁয় যেতে পারি না। কিন্তু শুটিং শেষে আমাদের সময় হয়। সন্ধ্যা ৭-১০টার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরতে পারি। কিন্তু বাহুবলির শুটিংয়ের সময় টানা দুই বছর ২৪ ঘণ্টা একই সেট, একই হোটেল রুমে থেকেছি।’

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। গত ৩০ আগস্ট মুক্তি পেয়েছে সুজিত পরিচালিত এ সিনেমা। প্রভাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ। এ সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি রুপি।


ঢাকা/শান্ত

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়