Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

লড়াই এড়াতে পারলেন না সালমান-অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লড়াই এড়াতে পারলেন না সালমান-অক্ষয়

সালমান খান ও অক্ষয় কুমার

বলিউডের অন্যতম জনপ্রিয় দুই অভিনেতা সালমান খান ও অক্ষয় কুমার। বক্স অফিসে লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তারা।

সম্প্রতি জানা যায়, সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার বাকি অংশের শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আসছে দীপাবলি উপলক্ষে সিনেমাটি মুক্তি দেবেন তারা। এদিকে একই দিনে অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বিরাজ’ সিনেমাটি মুক্তি দিতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ও অক্ষয়ের ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমা দু’টি বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে লড়াই এড়াতে পারলেন না সালমান-অক্ষয়।

শোনা যাচ্ছে, এক সময় সালমান-অক্ষয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এখন তাতে ফাটল ধরেছে। অক্ষয় অভিনীত ‘কেসারি’ সিনেমা প্রযোজনা করতে চেয়েছিলেন সালমান। কিন্তু পরবর্তী সময়ে সরে যান। এরপর থেকেই নাকি তাদের সম্পর্কে তিক্ততা তৈরি হয়।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। পরিচালনায় আছেন প্রভুদেবা।

অন্যদিকে ‘পৃথ্বিরাজ’ সিনেমাটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদি। এর আগে চাণক্যকে নিয়ে ভারতীয় টিভি ধারাবাহিক এবং একাধিক পুরস্কার জয়ী সিনেমা ‘পিঞ্জর’ পরিচালনা করেছেন তিনি। ‘পৃথ্বিরাজ’ সিনেমাটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি চিল্লার। আরো আছেন— সঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষ্মী তানওয়ার প্রমুখ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়