ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসিফের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মুন্নি

প্রকাশিত: ০৫:১৭, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আসিফের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মুন্নি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি। একসঙ্গে বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন তারা। তবে এখন তাদের সম্পর্কে চিড় ধরেছে। শুধু তাই নয়, সম্প্রতি আসিফের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মুন্নি।

বৃহস্পতিবার (২ জুলাই) হাতিরঝিল থানায় আসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মুন্নি। এ প্রসঙ্গে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘কয়েকদিন ধরে দেখছি আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। এতে কিছুলোক আমাকে বাজে মন্তব্য করছে। আত্নীয়-স্বজন নিয়ে সমাজে বসবাস করছি। এভাবে চলতে থাকলে সবাই মনে করবেন আসিফের বক্তব্য সঠিক। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই অভিযোগটি দায়ের করেছি।’

এদিকে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেছেন আসিফ আকবর। তিনি বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। যা সত্য তাই করি। আমি মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দেইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমিও প্রস্তুত।’

 

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়