Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

লড়াইয়ে যাচ্ছেন না সালমান-অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লড়াইয়ে যাচ্ছেন না সালমান-অক্ষয়

বলিউডের জনপ্রিয় ‍দুই অভিনেতা সালমান খান ও অক্ষয় কুমার। অনেকদিন থেকেই গুঞ্জন, বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন তারা।

সম্প্রতি ঘোষণা দেওয়া হয়, অক্ষয় অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমাটি চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে। কিন্তু আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটিও একই সময়ে প্রেক্ষাগৃহে আসবে।

তবে শেষ পর্যন্ত বক্স অফিস লড়াইয়ে যাচ্ছেন না সালমান ও অক্ষয়। এ প্রসঙ্গে ‘রাধে’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘আমরা এখনো মুক্তির তারিখ নিয়ে পরিকল্পনাও করিনি। সুতরাং, দীপাবলিতে সিনেমাটি মুক্তির প্রশ্নই আসে না।’

এছাড়া সম্প্রতি শোনা যায়, আগামী আগস্টে ‘রাধে’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করছেন সালমান। এজন্য বান্দ্রার মেহবুব স্টুডিও ভাড়া করেছেন। এই গুঞ্জনও উড়িয়ে দিয়ে সূত্রটি বলেন, ‘এটাও সত্য নয়। শুটিং শুরুর বিষয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমার পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করব। শুধু ১০ দিনের শুটিং বাকি আছে। বাকি অংশের পোস্ট প্রোডাকশনের কাজ পুরো দমে চলছে। যদি কয়েক মাস পরেও আমরা শুটিং শুরু করি, তবুও কোনো সমস্যা হবে না এবং শুটিং শেষ করে আমরা মুক্তি দিতে পারব।’

এদিকে বলিউড বক্স অফিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘বক্স অফিসে লড়াইয়ের বিষয়টি আগে ছিল, কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির পর এখন আর হওয়ার সম্ভবনা নেই। কমপক্ষে আগামী এক বছর। বিশেষ করে বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে। এখন খুব বেশি সিনেমা মুক্তি পাবে না। তাই সালমান খানের মতো বড় তারকারা সিনেমা মুক্তির জন্য অনেক বিশেষ দিন পাবেন। এটা খুবই ভালো সিদ্ধান্ত।’

এর আগে ঈদুল ফিতরে সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ও অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমা দুটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে  ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়