ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৮, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়

বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেতা অক্ষয় কুমার। শুধু তাই নয়, সবচেয়ে বেশি আয় করা অভিনেতাও তিনি। এবার ‘আতরাঙ্গি রে’ সিনেমার জন্য দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ধানুশ ও সারা আলী খান। অক্ষয়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজনকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা। কিন্তু শেষ পর্যন্ত অক্ষয় রাজি হয়েছেন।

একটি সূত্র বলেন, ‘এই চরিত্রের জন্য একজন তারকা অভিনেতাকে খুঁজছিলেন আনন্দ এল রাই। সিনেমার গল্পের জন্য চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হৃতিককে প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি রাজি হননি। পরে অক্ষয় অভিনয়ের সম্মতি দিয়েছেন, কারণ তিনি এই নির্মাতাকে অনেক সম্মান করেন। দৃশ্যধারণের জন্য অক্ষয়ের মাত্র দুই সপ্তাহ সময় লাগবে। আগামী মাসে বেল বটম সিনেমার শুটিং করতে লন্ডন যাবেন অক্ষয়। ফিরে এসে তিনি আতরাঙ্গি রে ও পৃথ্বিরাজ সিনেমার শুটিং করবেন।’

পারিশ্রমিকের বিষয়ে অন্য এক সূত্র বলেন, ‘সিনেমার একদিনের শুটিংয়ের জন্য অক্ষয় সাধারণত ১ কোটি রুপি নিয়ে থাকেন। কিন্তু তাকে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এই সিনেমাটির জন্য ২৭ কোটি রুপি নিচ্ছেন অক্ষয়।’

‘আতরাঙ্গি রে’ সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়