ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

‘শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল’

‘গর্ভধারিণী’ নাটকের দৃশ্যে শবনম ফারিয়া

নাট্যনির্মাতা সাজ্জাদ সুমন নির্মাণ করলেন একক নাটক ‘গর্ভধারিণী’। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।

সারোগেট পদ্ধতিতে মা হওয়ার গল্প এতে তুলে ধরা হয়েছে। এতে গর্ভধারিণীর চরিত্র রূপায়ন করেছেন শবনম ফারিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

সাজ্জাদ সুমন রাইজিংবিডিকে বলেন—একটি ভালো গল্প বলতে পারলে একজন নির্মাতার আত্মা তৃপ্তি পায়। এক ধরনে ভালো লাগা কাজ করে। আশা করছি, সেই ভালো লাগাটা দর্শকের মধ্যেও তৈরি হবে। অনেক দিন পর গর্ভধারিণীর গল্প বলতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। গর্ভধারিণীতে শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিলো।  নির্মাতা হিসেবে বলছি, সে তা অতিক্রম করেছে। সাজ্জাদ (ইরফান সাজ্জাদ) তার চরিত্রে অসাধারণ কাজ করেছে।

নাটকের গল্প প্রসঙ্গে এ নির্মাতা জানান—রাজীব-মিতুর সংসার ভালোই চলছিল। হঠাৎ এক অ্যাকসিডেন্টে রাজীবের বাঁ পা প্যারালাইজড হয়ে যায়। এ সময় তাদের অনেক টাকার প্রয়োজন হয়। বেশ আগে কবীর নামে এক ব্যক্তি মিতুকে সারোগেট পদ্ধতিতে সন্তান নেওয়ার প্রস্তাব দিয়েছিল। এই দুঃসময়ে কবীরের কথা মনে পড়ে তাদের। এরপর কবীরের প্রস্তাবে রাজি হয়। বিনিময়ে ১০ লাখ টাকা দেবেন তিনি। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর শুরু হয় জটিলতা।

ঈদুল আজহার পঞ্চম দিন রাত ১১টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়