ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাখীবন্ধনে নতুন সিনেমার ঘোষণা দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১৬:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২০
রাখীবন্ধনে নতুন সিনেমার ঘোষণা দিলেন অক্ষয়

‘রাখীবন্ধন’ সিনেমার ফার্স্ট লুক

ভাই-বোনের স্নেহ-ভালোবাসার বন্ধনকে উদযাপন করার উৎসব হলো—রাখীবন্ধন। আজ (৩ আগস্ট) ভারতীয় হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করছেন। আর আজই নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিলেন বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

‘রাখীবন্ধন’ নামে এ সিনেমা নির্মাণ করবেন আনন্দ এল রাই। নাম শুনেই বোঝা যাচ্ছে ভাই-বোনের ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি সংশ্লিষ্টরা। তবে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অক্ষয় কুমার।

আরো পড়ুন:

টুইটে অক্ষয় কুমার লিখেছেন—এই সিনেমার গল্প আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। গল্পটি শোনার পর দ্রুত এতে চুক্তিবদ্ধ হই। ক্যারিয়ারে সবচেয়ে দ্রুত এই সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এটি উৎসর্গ করছি আমার বোন অলকাকে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভাই-বোনের বন্ধনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখছেন হিমাংশু শর্মা। ২০২১ সালের ৫ নভেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়