ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৭, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাসপাতালে সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত হাসপাতালে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের লিলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তবে এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, সঞ্জয় করোনা আক্রান্ত হয়েছেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানা যায়, হাসপাতালে ভর্তির পরই সঞ্জয়ের কোভিড-১৯ টেস্ট করা হয়। এর ফল নেগেটিভ এসেছে। তাকে নন কোভিড ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে সঞ্জয় দত্ত লিখেছেন, ‘সবাইকে নিশ্চিত করছি, আমি ভালো আছি। আমি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি এবং আমার কোভিড-১৯ রিপোর্টও নেগেটিভ। লিলাবতি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সাহায্য ও যত্নে আগামী এক-দুই দিনের মধ্যে বাড়ি ফিরব। আপনাদের শুভকামনা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা সড়ক টু। আগামী ২৮ আগস্ট ডিসনি-হটস্টারে মুক্তির পাবে এটি। 

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়