ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

না ফেরার দেশে দিলীপ কুমারের ছোট ভাই এহসান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৩ সেপ্টেম্বর ২০২০  
না ফেরার দেশে দিলীপ কুমারের ছোট ভাই এহসান

বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই এহসান খান আর নেই। তার বয়স হয়েছিল ৯০।

হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এহসান খান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া হৃদরোগ, হাইপারটেনশন, অ্যালঝেইমারসহ নানা রোগে ভুগছিলেন।

দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘দিলীপ সাহেবের ছোট ভাই এহসান খান কয়েক ঘণ্টা আগে মারা গেছেন। এর আগে তার সবচেয়ে ছোট ভাই আসলাম মারা যায়। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। তাদের জন্য প্রার্থনা করুন।’

শ্বাসকষ্ট দেখা দিলে গত মাসে আসলাম ও এহসান খানকে লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে দু’জনই কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন। এরপর করোনা ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছিল।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়