ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা ও তনুর গল্প

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২০  
করোনা ও তনুর গল্প

পরিবারের কর্তা তন্ময় মণ্ডল। প্রচন্ড লোভী ও ক্ষমতাবান। তার শ্যালিকা তনুর করোনা হয়েছে— এ খবর প্রচার করে পুরো পরিবারকে অশান্তিতে রাখে। শুধু তাই নয়, এক হাসপাতালের অসৎ মালিকের কাছ থেকে করোনার ভুয়া পজেটিভ সনদ এনে প্রমাণ স্বরূপ দেখায়।

হঠাৎ তনু ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা ভেঙে ভেতরে গিয়ে সবাই হতবাক হয়ে যায়! কারণ তনু মারা গিয়েছে। কিন্তু এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা? তন্ময় মণ্ডল তনুর করোনার ভুয়া সনদ দেখিয়ে এই অপপ্রচার করেছে সম্পত্তির লোভে। কিন্তু তনু সত্যি যে মরে যাবে এটা সে ভাবতেই পারেনি।

পাপিয়া চৌধুরী পুলিশ কেস করে। পুলিশের তদন্তে বেড়িয়ে আসে তনুকে হত্যা করা হয়েছে। তনুর রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে তনুকে কে হত্যা করলো? এ নিয়ে রহস্য গাঢ় হতে থাকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আত্মত্যাগ’ নামে নাটক। এটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তপু খান। পর্ব পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ইফতেখার দিনার, স্বাগতা প্রমুখ।

নাটকটি প্রযোজনা করেছে নীলাঞ্জনা ও টিম বিগ ব্যাগ। রোববার (২৭ সেটেম্বর) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়