ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুরু হলো আঁচলের ‘চিৎকার’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৩ অক্টোবর ২০২০  
শুরু হলো আঁচলের ‘চিৎকার’

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। করোনা মহামারির কারণে দীর্ঘদিন শুটিংয়ের বাইরে ছিলেন। এবার ‘চিৎকার’ নামে সিনেমার শুটিংয়ের মাধ্যমে নিজ ভুবনে ফিরলেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে মহরতের মাধ্যমে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। আহাদুর রহমানের গল্প নিয়ে এটি পরিচালনা করছেন ইয়াসির আরাফাত জুয়েল। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যনারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

সাইকো থ্রিলার ধাঁচের এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন এ কে আজাদ আদর। সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। চিত্রগ্রহণে রয়েছেন রুমন পাইকার। লাইন প্রযোজক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম যিকরান।

ইয়াসির আরাফাত জুয়েল বলেন, করোনার কারণে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘চিৎকার’ সিনেমার মহরত করা সম্ভব হয়নি। স্বাস্থ্যবিধি মেনে এর দৃশ্যধারণ আজ শুরু করেছি। সিনেমাটির গল্প অসাধারণ। আশা করছি, দর্শকদের কাছে ভালো লাগবে।

আঁচল আঁখি বলেন, ‘চিৎকার’ সিনেমার গল্প চ্যালেঞ্জিং। কখনই এই ধরণের গল্পের সিনেমায় কাজ করিনি। আশা করছি, এটি আমার জীবনের সেরা একটি কাজ হবে।

‘চিৎকার’ সিনেমায় এ কে আজাদ আদর-আঁচল ছাড়াও অভিনয় করছেন—শাহেদ আলী, সুম্মিতা সিনহা প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়